ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ১১:০১ পিএম

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নাগপুরের ভান্ডারা জেলার একটি কারখানার এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।  

এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে আটকা পড়েন এলটিপি সেকশনের ১৪ জন কর্মী।  

দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসস্তূপ সরাতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।  

রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’  

উদ্ধারকাজের তদারকির জন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।