এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, ঘোড়াশাল-পলাশ এলাকায় দরিদ্র মানুষের উপর অন্যায় জুলুম চালিয়েছে বিআইডব্লিউটিএ। রবিবার (২৬ জানুয়ারি) পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও বালু লুটপাট করেছে। আজ তারা ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিন্তু দরিদ্র মানুষের শোষণ কি কোনো দেশের আইন হতে পারে?" তিনি আরও অভিযোগ করেন, ঘুষ না পেয়ে বিআইডব্লিউটিএ অন্যায়ভাবে নিরীহ মানুষদের উচ্ছেদ করেছে, যা বর্তমান সরকারকে আরও বিপাকে ফেলবে।
এর আগে রবিবার শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এতে প্রায় ৩০০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসার আশঙ্কা করছেন।
ড. মঈন খান বলেন, "পতিত সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী প্রেতাত্মারা দরিদ্র মানুষদের উপর এ জুলুম চালাচ্ছে।" এ ধরনের কার্যক্রমে দেশের দরিদ্র মানুষ আরও বিপদে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।