ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ডলারের দাম বেড়ে ১২২ টাকা, সাধারণ মানুষের চাপ বাড়ার আশঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:৪৫ এএম

ডলারের দাম বেড়ে ১২২ টাকা, সাধারণ মানুষের চাপ বাড়ার আশঙ্কা

দেশে ডলারের দাম আরও ২ টাকা বেড়ে ১২২ টাকায় পৌঁছেছে। রোববার থেকে নতুন এই দর কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। আগে রেমিট্যান্স আনতে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কেনা হতো ১২০ টাকায়।  

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, "বাজারমুখী রেট নিশ্চিত করতেই ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা অব্যাহত থাকবে।"  

জানা গেছে, গত জানুয়ারিতে ডলারের রেট ছিল ১১০ টাকা। সেই হিসাবে মাত্র ৮ মাসে ডলারের দাম বেড়েছে ১২ টাকা। আমদানিনির্ভর অর্থনীতিতে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষত আমদানি খরচ বাড়ায় মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে।  

বর্তমানে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৪ থেকে ১২৮ টাকায়। সীমান্ত এলাকাগুলোতে এ হার ১২৭ টাকা, আর ঢাকার বিমানবন্দরে ১২৬ থেকে ১২৭ টাকা।  

ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আরও জানান, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ডলারের রেট নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। তবে ডলারের দর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।  

ডলারের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারি তৎপরতা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।