ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য ১৩ দফা নির্দেশনা ঘোষণা করেছে ডিএমপি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:২৫ এএম

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য ১৩ দফা নির্দেশনা ঘোষণা করেছে ডিএমপি

বিশ্ব ইজতেমা এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ইজতেমা শুরু হবে ৩১ জানুয়ারি, যা শেষ হবে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপর দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে।

এবারের ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। মুসল্লিদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রথম ও দ্বিতীয় ধাপের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করেছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় এড়িয়ে মহাখালী-বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে। এছাড়া উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার, গাবতলী দিয়ে চলাচল করবে। বিমানবন্দর রোড দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং ব্যবহার করবে। 

আরো বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/বিমানবন্দরগামী এক্সিট এড়িয়ে চলাচল করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর থেকে যেসব মুসল্লি পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন, তারা তুরাগ নদীর ওপরে নির্মিত পন্টুন ব্রিজ অথবা কামাড়পাড়া ব্রিজ দিয়ে ইজতেমা ময়দানে যাতায়াত করবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি মোনাজাতের দিন বিদেশগামী যাত্রীদের পরিবহন সেবা দেওয়া হবে কুড়াতলী লুপ-২ এবং নিকুঞ্জ-১ গেট থেকে, যা ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এছাড়া মুসল্লি বাহী যানবাহনগুলোর জন্য পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ঢাকার বিভিন্ন সেক্টরসহ দেশের অন্যান্য বিভাগের যানবাহন নির্ধারিত পার্কিং স্থানে স্থাপন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে ফ্লাইওভার দিয়ে পায়ে হেঁটে পারাপার না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং পার্কিং সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ মুসল্লিদের সহযোগিতা কামনা করেছে, যাতে যান চলাচলে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় এবং যানজট এড়ানো যায়।

এছাড়া ডাইভারশন পয়েন্টের তালিকা প্রকাশ করা হয়েছে, যা শুধু আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে কার্যকর হবে। এই ডাইভারশন পয়েন্টগুলো হলো ধউর ব্রিজ, পদ্ম ইউলুপ, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, এবং মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান।

ডিএমপি ট্রাফিক বিভাগ আশা করছে, এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে পরিচালিত হবে।