ঢাকা, শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গকারী ও গ্রুপিং সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গত ২০ জানুয়ারি রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মোনায়েম মুন্না বলেন, দেশের গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। তিনি উল্লেখ করেন, ১/১১ এর সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিএনপির অঙ্গ-সংগঠনসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ অনেক বেশি সংগঠিত এবং একত্রিত। বিএনপি সভাপতি বেগম খালেদা জিয়া এবং তার পুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনটি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন হামলা ও নির্যাতন সত্ত্বেও, দলের নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি শাসক গোষ্ঠী। 

মোনায়েম মুন্না বলেন, ২৪'র গণঅভ্যুত্থান বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদিও হাসিনা সরকার ক্ষমতা ছেড়েছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই এবং দলটির নেতাকর্মীদের সাবধান থাকতে হবে।

এছাড়াও, যুবদল সভাপতি তার বক্তৃতায় বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হিসেবে মানুষের সেবা ও কল্যাণের কথা তুলে ধরেন। তিনি বলেন, “জিয়া পরিবার দেশ ও জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশের জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।"

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম মিলন, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন খোকন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।