এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ডে নতুন দাবি তুলেছেন তার ছেলে রেজা কিবরিয়া। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের তিন এবং বিএনপির এক নেতা জড়িত। একটি ভিডিও বার্তায় রেজা কিবরিয়া বলেন, হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, মামলার বাদী সাবেক এমপি আবদুল মজিদ খান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুশফিক হোসেন চৌধুরীসহ আরও জড়িত ছিলেন বিএনপি নেতা জি কে গউছ।
রেজা কিবরিয়া জানান, আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানও এই হত্যাকাণ্ডে আর্থিক সহায়তা করেছেন। তার মতে, সালমান এফ রহমান নানা কারণে তার বাবা শাহ এ এম এস কিবরিয়ার ওপর ক্ষিপ্ত ছিলেন, বিশেষ করে ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারির বিরুদ্ধে তার আপত্তি তোলার কারণে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ওয়াজেদের কাছের লোকজনের কারণে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি এবং সঠিক বিচার হয়নি। তবে তিনি এখনো সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন।
২০০৫ সালে গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের কয়েকজন নেতা নিহত হন। এখনো সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।
এই মামলায় একাধিক তদন্ত ও অভিযুক্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। সম্প্রতি মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা নতুন অভিযোগপত্র দাখিল করেছেন, যাতে ৩৫ জনের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
এখনো হত্যা মামলার সুষ্ঠু বিচারের অপেক্ষায় রয়েছে কিবরিয়া পরিবার।