ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ২৭ জানুয়ারি রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ভোগান্তি। 

কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালের দিকে ট্রেনের অপেক্ষায় থাকা অনেক যাত্রীকে অস্বস্তিতে বসে থাকতে দেখা গেছে। তাদের মধ্যে বেশ কিছু মানুষ ট্রেন চলাচল বন্ধের বিষয়ে জানতেন না। এই অবস্থায় রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ অন্যান্য শহরের স্টেশনগুলোতে যাত্রীরা অপেক্ষা করছেন এবং অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করছেন। 

শাহানা বেগম নামে এক যাত্রী বলেন, "বাচ্চাদের নিয়ে বাড়ি যাবো বলে এসেছি, কিন্তু এখন শুনছি ট্রেন চলবে না। কীভাবে যাবো, কিছুই বুঝতে পারছি না।" আরেক যাত্রী মেহেদি হাসান বলেন, "ট্রেন ধরার জন্য আগেভাগেই এসেছিলাম, কিন্তু এখন শুনছি ট্রেন চলবে না। এখন তো সমস্যায় পড়ে গেলাম।" 

রানিং স্টাফরা দীর্ঘদিন ধরে তাদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স ও পেনশন সুবিধার দাবিতে আন্দোলন করছেন। গত বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে তারা ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। 

রেলওয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, তাদের মন্ত্রণালয় আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে কাজ করছে।