ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানোর ঘটনায় তীব্র সমালোচনার ঝড়


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানোর ঘটনায় তীব্র সমালোচনার ঝড়

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে, গত শনিবার একটি শরণার্থী উড়োজাহাজে ৮৮ জন শরণার্থীকে হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানো হয়। বার্তা সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, উড়োজাহাজে ছিলেন ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং ৮ জন বিমানকর্মী। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বেলো হরাইজনতে না গিয়ে মিনাস গেরাইসে অবতরণ করে। সেখানে ব্রাজিলের প্রশাসন শরণার্থীদের হাতকড়া পরানো দেখে বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। তিনি সাথে সাথে বিষয়টি প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে জানিয়ে দেন। প্রেসিডেন্টের হস্তক্ষেপে, সেই উড়োজাহাজ থেকে শরণার্থীদের নামিয়ে বিমান বাহিনীর বিমানে তাদের সম্মানজনকভাবে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই শরণার্থী ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, তারা ২০১৭ সালের একটি আইন অনুসারে শরণার্থী প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল, যার আওতায় শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ব্রাজিলের বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, শরণার্থীদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা অযৌক্তিক এবং এটি মানবাধিকার লঙ্ঘন।