ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরান উন্মোচন করেছে 'গাজা' নামের সুপার-হেভি ড্রোন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম

ইরান উন্মোচন করেছে 'গাজা' নামের সুপার-হেভি ড্রোন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের সামরিক মহড়ায় 'গাজা' নামে একটি সুপার-হেভি ড্রোন উন্মোচন করেছে। ড্রোনটির নাম 'গাজা' রাখা হয়েছে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানিয়ে। 

রোববারের বৃহৎ সামরিক মহড়ায়, আইআরজিসির এরোস্পেস ফোর্স প্রথমবারের মতো 'গাজা' ড্রোন ব্যবহার করে আটটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। এই ড্রোনটি একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম এবং এর ওজন ৩ হাজার ১০০ কিলোগ্রাম। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারা এই ড্রোনটি ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ড্রোনটির পেলোড ক্ষমতা ৫০০ কিলোগ্রাম, যা এটি ১৩টি বোমা বহন করতে পারে। গাজা ড্রোনের অপারেশনাল ব্যাসার্ধ ৪,০০০ কিলোমিটার এবং এটি লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি হামলা চালাতে সক্ষম। 

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগরে চলমান নৌ মহড়ার সময় তাদের বাহিনী অত্যাধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। 

এই ড্রোনের উন্মোচন ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে একটি শক্তিশালী সামরিক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা আন্তর্জাতিক স্তরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।