ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার কামরাঙ্গীরচরে ঢুকতে পারলেন না অপু বিশ্বাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম

এবার কামরাঙ্গীরচরে ঢুকতে পারলেন না অপু বিশ্বাস


টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তির মুখে শেষ পর্যন্ত সেখানে যাননি পরী। একই ঘটনা ঘটেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বেলায়ও।

গতকাল মঙ্গলবার কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে অবস্থিত একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল অপু বিশ্বাসের। তবে সেখানকার স্থানীয় মুসল্লিদের আপত্তিতে যাওয় হয়নি এই চিত্রনায়িকার।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘স্থানীয় মুসল্লিরা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকালই উদ্বোধন সম্পন্ন করেছেন।’

এদিকে, থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন ভিডিও প্রকাশ করেন। একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এই ধনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানী মাদ্রাসায় অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’

বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।