এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম
সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।’ এতে আরও বলা হয়, দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
তবে নাহিদ ইসলাম এই প্রতিবেদন সম্পর্কে বলেন, “সংবাদটি আমার নজরে এসেছে। তবে, এটি কোন উৎস থেকে এসেছে, তা স্পষ্ট নয়। এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যদি হয়, তাহলে আমরা নিজেরাই আনুষ্ঠানিকভাবে জানাবো।”
প্রতিবেদনে আরও বলা হয়, ছাত্র-জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে এবং নাহিদ ইসলাম হতে পারেন কমিটির সদস্যসচিব। দলের গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।
।