ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমরা ব্রিটিশ পুলিশ নই, কাউকে মারতেও চাই না, মরতেও চাই না:ডিএমপি কমিশনার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম

আমরা ব্রিটিশ পুলিশ নই, কাউকে মারতেও চাই না, মরতেও চাই না:ডিএমপি কমিশনার

 

ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যদি কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।  

শুক্রবার অমর একুশে বইমেলা ঘিরে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেফতার করেছি। তারা যদি কোনো কর্মসূচি গ্রহণের চেষ্টা করে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’  


তিনি ঢাকার ভয়াবহ ট্রাফিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, অপ্রয়োজনীয় রাস্তা অবরোধে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি আন্দোলনকারীদের ফুটপাতে অবস্থানের পরামর্শ দেন।  

তিনি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রেখেছি। আমি ও আইজিপি জনগণের কাছে ক্ষমা চেয়েছি। আমরা কাউকে মারতেও চাই না, মরতেও চাই না। আমি ব্রিটিশ পুলিশের কমিশনার নই যে রাস্তায় লোকজনকে লাঠি দিয়ে পেটাব।’  

তবে শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জের বিষয়ে তিনি বলেন, 'আমরা লাঠিচার্জ করিনি, শুধু জলকামান ব্যবহার করেছি।’  

বইমেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।