এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে, আর এর জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের কাজ বাস্তবায়ন সম্ভব।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলীতে বিএনপির আয়োজিত রাষ্ট্র মেরামত কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ভোটের অধিকার আদায়ের জন্য বহু মানুষ জীবন দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণের সেই অধিকার হুমকির মুখে। জবাবদিহিতা নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন হলে জনগণ নিজস্ব নেতৃত্ব বেছে নিতে পারবে এবং দেশের জন্য কার্যকর সংস্কার সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আলোচনাকে দীর্ঘায়িত করলে স্বৈরাচারেরা আরও সুযোগ পাবে। বিএনপি-ই প্রথম রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল এবং আড়াই বছর আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, যা দেশের সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘১০ টাকা কেজি চালের মতো মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। এখন সময় এসেছে বাস্তবসম্মত সংস্কার বাস্তবায়নের, যাতে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন হয়।’
তিনি দেশ পুনর্গঠনের জন্য সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানান।