ঢাকা, মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Logo
logo

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিএনপি নেতারা, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ পিএম

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিএনপি নেতারা, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমান

 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন।  

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এই অনুষ্ঠানে প্রতিনিধিদলে যোগ দেবেন।  

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এটি যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক আয়োজন, যেখানে বিভিন্ন দেশের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।  

গত ১১ জানুয়ারি মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি বিএনপি নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়।