ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

রংপুরে ব্যর্থ রাসেল-ডেভিড-ভিঞ্চরা! দাপুটে জয় খুলনার, দুঃখজনক বিদায়!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০২ পিএম

রংপুরে ব্যর্থ রাসেল-ডেভিড-ভিঞ্চরা! দাপুটে জয় খুলনার, দুঃখজনক বিদায়!

বিশাল প্রত্যাশা নিয়ে ঢাকায় এসে এক দুঃখজনক বিদায় নিল রংপুর রাইডার্স। এলিমিনেটর ম্যাচে তারা খুলনা টাইগার্সের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আর এই দুঃখজনক পরিণতির পেছনে ছিল আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিঞ্চের ‘ঝটিকা সফর’। তিন তারকা ক্রিকেটারের বিবর্ণ পারফরম্যান্সের কারণেই রংপুরের স্বপ্ন ভেঙে গেছে।