এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ পিএম
ফরচুন বরিশাল আজকে সহজেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। চিটাগং কিংসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠেছে। মোহাম্মদ আলী এবং তাওহিদ হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমেই এই জয় এসেছে। চিটাগং কিংস টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম। তবে তাদের ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করেন বরিশালের পেসার মোহাম্মদ আলি। তিনি একাই শিকার করেন ৫ উইকেট।