ঢাকা, সোমবার, মার্চ ৩১, ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Logo
logo

কোহলি টিকলেন মাত্র ১৫ বল! ১২ বছর পর ফিরে করলেন ৬ রান!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম

কোহলি টিকলেন মাত্র ১৫ বল! ১২ বছর পর ফিরে করলেন ৬ রান!

ভারতের ক্রিকেট জগতের বিরাট কোহলি, যার নাম শুনলেই চলে আসে অসংখ্য স্মৃতি এবং অর্জন। ১২ বছর পর তিনি ফিরে এসেছেন রঞ্জি ক্রিকেটে। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে স্টেডিয়াম ছিল পরিপূর্ণ দর্শকে, এমনকি ধারণক্ষমতারও বেশি দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু কোহলি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার ব্যাটিং ক্যারিয়ারে এক অপ্রত্যাশিত দিন, মাত্র ১৫ বল খেলে আউট হয়ে যান তিনি। স্টেডিয়াম জুড়ে নেমে আসে হতাশার ছায়া, যা দর্শকদের মুখাবলীতে স্পষ্ট ছিল।