এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম
বিপিএল ২০২৪-এ আলোচিত ব্যক্তিত্ব ছিলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। চিটাগং কিংসের হোস্ট হিসেবে তার উপস্থিতি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে টুর্নামেন্টের শেষ পর্যায়ে হঠাৎ করে অন্তরালে চলে যান তিনি, যা নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। শেষ পর্যন্ত জানা গেছে, চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগং কিংস।
চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ ডিসেম্বর ইয়াশা সাগরের সঙ্গে চিটাগং কিংসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, তিনি উপস্থাপনার পাশাপাশি স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারদের প্রচারসংক্রান্ত কাজের দায়িত্ব নেবেন। তবে তিনি চুক্তির ৯ নম্বর ধারার শর্ত ভঙ্গ করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, ইয়াশা তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। এমনকি চিটাগং কিংসের আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং নির্ধারিত স্পন্সর শুট ও প্রোমোশনাল কার্যক্রমেও অংশ নেননি। এতে দলটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সুনামও ক্ষুণ্ন হয়েছে।
চিটাগং কিংস জানিয়েছে, ২ ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশ পাঠিয়ে ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে বলা হয়। কিন্তু ৩ ফেব্রুয়ারি তিনি কাউকে কিছু না জানিয়ে হোটেল ত্যাগ করেন। পরে জানা যায়, তিনি ভারতে চলে গেছেন।
ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ স্পষ্ট করেছে, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ইয়াশা সাগরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।