ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোপা দেল রে: মধ্যরাতে হাইভোল্টেজ লড়াই 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

কোপা দেল রে: মধ্যরাতে হাইভোল্টেজ লড়াই 

 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। দারুণ ছন্দে থাকা বার্সা সদ্যই স্প্যানিশ সুপার কাপ জিতেছে এবং কোপা দেল রেতেও দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের বিপক্ষে গোল উৎসব করে আত্মবিশ্বাসের তুঙ্গে জাভির দল। এবার তাদের সামনে ভ্যালেন্সিয়া।  

এখন পর্যন্ত আটবার কোপা দেল রে’র শিরোপা জিতেছে ভ্যালেন্সিয়া। ২০১৯ সালের ফাইনালে বার্সেলোনাকে হারিয়েই শেষবারের মতো ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা। এবারও সেই স্মৃতি ফিরিয়ে আনতে চায় দলটি। তবে, ইতিহাসের নিরিখে স্প্যানিশ এই টুর্নামেন্টে স্পষ্টভাবে এগিয়ে বার্সা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩১ বার কোপা দেল রে জিতেছে কাতালান ক্লাবটি। সর্বশেষ তারা ট্রফি ঘরে তুলেছিল ২০২০-২১ মৌসুমে।  

বার্সেলোনার জন্য সুখবর হলো, রাফিনিয়া ও লেভানদোভস্কি নিজেদের সেরা ছন্দে ফিরেছেন। তবে ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগান থাকছেন না ম্যাচে, যা কাতালান শিবিরের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।  

দুই দলের পরিসংখ্যানের দিকে তাকালে বড় ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। ৬২ মুখোমুখি লড়াইয়ে বার্সা জয় পেয়েছে ৩৩ বার, আর ভ্যালেন্সিয়া জিতেছে মাত্র ১২ ম্যাচে। এবার কি বার্সা আরও একবার আধিপত্য প্রমাণ করবে, নাকি চমক দেখাবে ভ্যালেন্সিয়া? উত্তর মিলবে মধ্যরাতের জমজমাট লড়াইয়ে।