ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

খুলনা টাইগার্সকে চিটাগং কিংসের খোঁচা: "সুন্দরবনে বাঘ কোথায়?"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

খুলনা টাইগার্সকে চিটাগং কিংসের খোঁচা: "সুন্দরবনে বাঘ কোথায়?"

 

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর মাত্র ২ উইকেটের জয় নিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগং কিংস। খুলনা টাইগার্সকে হারানোর পরই প্রতিপক্ষকে খোঁচা দিতে দেরি করেনি তারা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি মজার ভিডিও (রিলস) প্রকাশ করে চট্টগ্রামের দলটি।  

ভিডিওতে দেখা যায়, সোফায় বসে আছেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের ঘিরে রয়েছেন দলের অন্য খেলোয়াড়রা। একপর্যায়ে শরিফুল মজা করে খালেদকে প্রশ্ন করেন,“খালেদ ভাই, সুন্দরবন এত ফাঁকা কেন? আর বাঘ কোথায়? জবাবে খালেদ রসিকতা করে বলেন, “সব বাঘ সিংহ খেয়ে ফেলেছে।

এরপর দলটির খেলোয়াড়রা বিখ্যাত অভিনেতা বাপ্পারাজের জনপ্রিয় সংলাপ “আমি বিশ্বাস করি না” নকল করে আরও মজার পরিবেশ তৈরি করেন।  

প্রসঙ্গত, বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল চিটাগং কিংস। প্রথমে ব্যাট করে খুলনা টাইগার্স ১৬৩ রান সংগ্রহ করে। তবে শেষ বলের রোমাঞ্চকর ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগং কিংস। আর সেই জয়ের পরই সামাজিক মাধ্যমে খুলনাকে খোঁচা দিলো বন্দরনগরীর দলটি।