এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম
তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনালে খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। আগের দুই ফাইনালে জয়ের স্বাদ পাওয়া এই অভিজ্ঞ ওপেনার বিশ্বাস করেন, এবারের ফাইনালে যে দল বেশি শান্ত ও নিয়ন্ত্রিত থাকবে, তারাই ট্রফি জিতবে।
এর আগে ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবং গত আসরে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছিলেন তামিম। এবারও চিটাগং কিংসের বিপক্ষে দলের হয়ে সেরাটা দিতে প্রস্তুত তিনি।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, "যে দল বেশি শান্ত থাকবে, তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। কোয়ালিফায়ারে এবার আমি বেশি চাপে ছিলাম। তবে ফাইনালে সাধারণত বেশি চিন্তা করি না। আশা করি, আগামীকালও শুক্রবার একইভাবে খেলতে পারব।"
জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে গড়া বরিশাল দলটি এবারও ভারসাম্যপূর্ণ। দলে আছেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, শান্ত, হৃদয়দের মতো অভিজ্ঞরা। সঙ্গে রয়েছেন ডেভিড মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, শাহীন আফ্রিদির মতো বিশ্বমানের ক্রিকেটাররাও।
নিজের দলের প্রশংসা করে তামিম বলেন, "আমাদের দলে সবাই অভিজ্ঞ। তারা নানা সময়ে চাপে খেলেছে, জয়-পরাজয় দুইটাই দেখেছে। আমাদের দলটি খুবই রিল্যাক্সড, জিতলেও বাড়াবাড়ি করি না, হারলেও না।"
তামিমের বিশ্বাস, চাপ সামলানোর দক্ষতাই ফাইনালে বরিশালকে এগিয়ে রাখবে। এখন দেখার বিষয়, মাঠের খেলায় সেটার প্রতিফলন কেমন হয়।