এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম
দীর্ঘ দুই দশকের পর দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়, মোদির চোখে উন্নয়ন ও সুশাসনের বিজয়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপি ঐতিহাসিক জয়কে স্বাগত জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, "উন্নয়ন ও সুশাসন বিজয়ী হয়েছে।"
হিন্দিতে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, "দিল্লির জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য। আমরা দিল্লির উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং দেশের অগ্রগতিতে রাজধানীর ভূমিকা নিশ্চিত করব।"
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেন, "মোদি দিল্লির হৃদয়ে আছেন, আর ভোটাররা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের 'শিসমহল' ধ্বংস করে দিয়েছেন।"
দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরছে বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) এই নির্বাচনে পরাজিত হয়েছে। ভোট গণনা শুরুর পর থেকেই বিজেপি বড় ব্যবধানে এগিয়ে যায় এবং ৭০টির মধ্যে ৫০টি আসনে এগিয়ে ছিল।
তুলনামূলকভাবে ২০১৫ সালে আপ ৬৭টি ও ২০২০ সালে ৬২টি আসনে জয় পায়। অন্যদিকে, বিজেপি তখন মাত্র তিন ও আটটি আসন পেয়েছিল। তবে এবারের নির্বাচনে মধ্যবিত্ত ভোটারদের করছাড় ও নারীদের নগদ সহায়তা নীতির কারণে বিজেপি জনপ্রিয়তা বাড়িয়েছে।
বিজেপির এই জয়ের ফলে কেজরিওয়াল নিজ আসনেও পরাজিত হয়েছেন। ফল ঘোষণার পর তিনি পরাজয় স্বীকার করে বলেন, "জনগণের রায়ই চূড়ান্ত। আমি বিজেপিকে অভিনন্দন জানাই এবং আশা করি তারা জনগণের প্রত্যাশা পূরণ করবে।"
এই পরাজয়ের পেছনে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয়গুলো বিশেষভাবে দায়ী বলে বিশ্লেষকরা মনে করছেন।