ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, বিপাকে কেজরিওয়াল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, বিপাকে কেজরিওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, বিপাকে কেজরিওয়াল

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গণনার কাজ শুরু হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। গণনার শুরুর দিকেই বড় ব্যবধানে এগিয়ে গেছে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।  

সকাল সাড়ে ৯টায় পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ৪০টি আসনে এগিয়ে রয়েছে, আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) মাত্র ২৬টি আসনে লড়াই করছে। ৭০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩৬টি আসন, যা বিজেপি সহজেই অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

দিল্লিতে দীর্ঘদিনের আধিপত্য হারানোর শঙ্কায় রয়েছে আম আদমি পার্টি। তবে দলটির মুখ্যমন্ত্রী প্রার্থী আতিশী এখনও আশাবাদী। তিনি বলেন, *"এটা সাধারণ ভোট নয়, শুভ ও অশুভের লড়াই। আমি নিশ্চিত, দিল্লির জনগণ শুভর পক্ষেই থাকবেন, আর কেজরিওয়াল চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন।"*  

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লির ৭০টি আসনে ভোটগ্রহণ হয়। বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি ৫১ থেকে ৬০টি আসনে জয় পেতে পারে, আর আপ ১০ থেকে ১৯টি আসনে সীমিত থাকতে পারে। কংগ্রেসের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই।  

এর আগের নির্বাচনে আম আদমি পার্টি ৬২টি আসনে জয়ী হয়েছিল, আর বিজেপি পেয়েছিল মাত্র ৮টি। তবে এবার দুর্নীতির মামলায় কেজরিওয়ালের গ্রেপ্তার ও নানা বিতর্কের কারণে আপ ব্যাপক চাপের মুখে পড়েছে। বিজেপি এই পরিস্থিতিকে তাদের পক্ষে কাজে লাগিয়ে দিল্লির বিধানসভার নিয়ন্ত্রণ নিতে চলেছে।