ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

নির্বাচনে হেরে যা বললেন অরবিন্দ কেজরিওয়াল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

নির্বাচনে হেরে যা বললেন অরবিন্দ কেজরিওয়াল

 

দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপি বড় জয়ের আভাস শুরু থেকেই পাওয়া যাচ্ছিল। অবশেষে সেই ধারণাই সত্যি হলো। আম আদমি পার্টির (আপ) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের আসনেই হেরে গেছেন। দীর্ঘ এক দশক ধরে নয়া দিল্লির আসনে জয়ী হয়ে আসলেও এবার বিজেপি প্রার্থী প্রভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন তিনি।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোট গণনা শুরু হয়, যেখানে শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। নির্বাচনের ৭০টি আসনের মধ্যে বিজেপি ইতোমধ্যে ৮টি আসনে জয়ী হয়েছে এবং ৪০টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে আপ ৯টি আসনে জয়লাভ করেছে এবং ১৩টিতে এগিয়ে আছে। কংগ্রেস কোনো আসনেই জয় নিশ্চিত করতে পারেনি।  

দিল্লির বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩৬টি আসনে জয় দরকার হয়। ইতোমধ্যেই বিজেপি সেই ‘ম্যাজিক ফিগার’ অতিক্রম করায় তাদের বিজয় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।  

ভোটের ফল মেনে নিয়ে কেজরিওয়াল বলেন, *“দিল্লির জনতার রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে অভিনন্দন জানাই। মানুষ যে প্রত্যাশা নিয়ে ওদের ভোট দিয়েছেন, আশা করি তারা তা পূরণ করবে। আমরা গত ১০ বছরে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের চেষ্টা করেছি। 

তিনি আরও বলেন, *“আমরা রাজধানীর পরিকাঠামো উন্নয়নে কাজ করেছি। এবার মানুষের রায় মেনে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। রাজনীতিতে আমরা ব্যক্তিগত লাভের জন্য আসিনি, এটি মানুষের সেবা করার মাধ্যম।

অপরদিকে, ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, *“জনশক্তিই সর্বশ্রেষ্ঠ! উন্নয়ন ও সুশাসনের জয় হলো। দিল্লির ভাই-বোনদের আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত।