ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আইফোন ১৬ উপহার দিলেন ফরচুন বরিশালের মালিক  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আইফোন ১৬ উপহার দিলেন ফরচুন বরিশালের মালিক  

দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আইফোন ১৬ উপহার দিলেন ফরচুন বরিশালের মালিক  

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল এখন এক আনন্দঘন পরিবার। ঢাকা গ্লাডিয়েটরস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে পরপর দুটি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদদের দুর্দান্ত সাফল্যে দারুণ খুশি দলের মালিক মিজানুর রহমান।  

এই আনন্দের অংশ হিসেবে বরিশালের মালিক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সবাইকে উপহার দিয়েছেন ব্র্যান্ড-নিউ আইফোন ১৬! দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান নিজেই। তিনি জানান, প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তার হাতে ইতোমধ্যেই আইফোন ১৬ তুলে দেওয়া হয়েছে।  

ফরচুন বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ **আড়াই কোটি টাকা**, আর রানারআপ চিটাগাং কিংস পেয়েছে দেড় কোটি টাকা।  

এর আগে, প্রথমবার শিরোপা জয়ের পর বরিশাল যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। তবে এবার ট্রফি হাতে তামিম-রিয়াদরা যাচ্ছেন বরিশালে। রোববার (৯ ফেব্রুয়ারি) বরিশালে যাওয়ার কথা রয়েছে ফরচুন বরিশাল দলের।  

দলের এমন সাফল্যে বরিশালের ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের প্রতি ফ্র্যাঞ্চাইজি মালিকের উদারতা দলকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।