ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

মিয়ানমারে খাদ্যশস্য চোরাচালান রোধে কঠোর নির্দেশ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

মিয়ানমারে খাদ্যশস্য চোরাচালান রোধে কঠোর নির্দেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গৃহযুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মিয়ানমারে খাদ্যশস্য চোরাচালান রোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।  

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় খাদ্য উপদেষ্টা বলেন, "মিয়ানমারে খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে চোরাচালানের ঝুঁকি বাড়তে পারে। আগে সার ও জ্বালানি তেল চোরাচালানের প্রবণতা ছিল। তাই নজরদারি বাড়ানো এবং চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" তিনি আরও জানান, আগামী রমজান মাসে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। এছাড়া ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।  

সভায় জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য উপদেষ্টা আশ্বাস দেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের সংকট কেটে যাবে এবং দাম সহনশীল পর্যায়ে থাকবে।