ঢাকা, শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান

রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি জানান, আজ রাত ১২টার মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন, তারা কোনো জরিমানা ছাড়াই এটি সম্পন্ন করতে পারবেন।  

রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের সাড়া ইতিবাচক। এ পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। তবে সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত আরও ২০-৩০ হাজার করদাতা রিটার্ন জমা দিতে পারেন বলে আশা করা হচ্ছে।  

তিনি আরও জানান, অনেক করদাতা এখনো আগের নিয়ম অনুযায়ী হার্ডকপির মাধ্যমে রিটার্ন জমা দিচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। দেশে বর্তমানে নিবন্ধিত করদাতা (টিআইএনধারী) রয়েছেন প্রায় ১ কোটি ১৪ লাখ।  

তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তাদেরকে অতিরিক্ত জরিমানা দিতে হবে বলে এনবিআর চেয়ারম্যান সতর্ক করেছেন।