ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

রমজান উপলক্ষে ৩০ টাকা কেজি দামে চাল বিতরণ করবে সরকার


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

রমজান উপলক্ষে ৩০ টাকা কেজি দামে চাল বিতরণ করবে সরকার

রমজান মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ করবে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ এবং এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। এছাড়া, ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। এই তথ্য জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  

আজ (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনের পর তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, “রমজান মাসে ব্যাপক পরিমাণে খাদ্যশস্য সুলভ মূল্যে এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে বিতরণ করা হবে। এ কাজটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়া, টিসিবির মাধ্যমে ৫০ লাখ টন চাল বিতরণ হবে এবং ১ লাখ টন চাল ওএমএসের মাধ্যমে দেওয়া হবে। ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন বলে তিনি উল্লেখ করেন।  

এ কার্যক্রমের মাধ্যমে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করেন খাদ্য উপদেষ্টা। ডিসিদের অধীনে এসব বিতরণ কার্যক্রম মনিটরিং করা হবে। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তদারকি আরও কঠোরভাবে করা হবে, যার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, “ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছি, এবং আগামী দিনে আরও বৈঠক হবে। সেগুলো তদারকি করতে ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা নেওয়া হবে।”