এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, "সংস্কার ছাড়া এবং গোঁজামিলের আশ্রয় নিয়ে যদি বাংলাদেশে নির্বাচন করা হয়, তবে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না।" তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, যাতে জাতি সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে।
এটিএম মাসুম আরও বলেন, "আমাদের নেতাদেরকে যুদ্ধাপরাধের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে।" তিনি প্রশ্ন তোলেন, "অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর আশপাশের ব্যক্তিরা ড. ইউনূসকে সঠিক পথে চলতে দিচ্ছে না।" তিনি আরও যোগ করেন, "যতদিন না আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে।"
এছাড়া জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে তিনি অভিযোগ করেন, "কুরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত, কিন্তু তাদের নিবন্ধন এখনও ঠেকিয়ে রাখা হয়েছে।"
এই সমাবেশে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য সাবেক জেলা আমির মাওলানা আলা উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন এবং অন্যান্য নেতারা।