ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১
Logo
logo

চীনের গ্রামে নকল বরফের প্রতারণা, পর্যটকদের ক্ষোভ  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

চীনের গ্রামে নকল বরফের প্রতারণা, পর্যটকদের ক্ষোভ  

 

চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রাম পর্যটকদের আকৃষ্ট করতে তুলা ও সাবান-পানি দিয়ে কৃত্রিম তুষার তৈরি করেছিল। কিন্তু প্রতারণার অভিযোগ ওঠার পর গ্রামটি ক্ষমা চেয়ে পর্যটকদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।  

‘চেংডু স্নো ভিলেজ’ নামে পরিচিত এই পর্যটন এলাকা জানুয়ারির শেষ দিকে লুনার নববর্ষের ছুটিতে পর্যটকদের আকর্ষণ করতে কৃত্রিম তুষারময় দৃশ্য তৈরি করেছিল। শীত কম থাকায় স্বাভাবিক তুষারপাত না হওয়ায় তারা বাড়ি-ঘরের ছাদ ও গাছপালায় তুলার আস্তরণ দিয়ে বরফের মতো পরিবেশ তৈরি করে।  

তবে পর্যটকরা যখন বুঝতে পারেন এটি আসল নয়, তখন ক্ষোভে ফেটে পড়েন। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পর্যটক বলেন, **"আমি প্রতারিত বোধ করছি। আমার বুদ্ধিমত্তাকে অপমান করা হয়েছে।"**  

একজন মন্তব্য করেন, **"দূর থেকে এটি সত্যিকারের তুষারাবৃত গ্রাম মনে হলেও, কাছে গেলেই বোঝা যায় এটি শুধু তুলার আস্তরণ!"**  

এই ঘটনাকে কেন্দ্র করে চীনা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক ব্যবহারকারী লিখেছেন, **"পর্যটন শিল্পে সততা বজায় রাখা উচিত। ভুয়া বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করলে, শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।"**  

চরম সমালোচনার মুখে গ্রাম কর্তৃপক্ষ নকল বরফ সরিয়ে ফেলে এবং আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। পর্যটকদের অর্থ ফেরতের ঘোষণার পাশাপাশি, তারা পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।