এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম
পাকিস্তান থেকে ৩০ লাখ আফগান শরণার্থী বহিষ্কারের পরিকল্পনা
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসনের কূটনীতিকরা জানিয়েছেন, পাকিস্তান তার ভূখণ্ড থেকে অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে দ্রুত বহিষ্কারের পরিকল্পনা করছে। এ বিষয়ে ইসলামাবাদে তালেবান দূতাবাস একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। খবর ভয়েস অব আমেরিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশ অভিযান চালাচ্ছে, যেখানে বৈধ কাগজপত্র থাকা শরণার্থীরাও আটক হচ্ছেন।
আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান সরকার তাদের শরণার্থী নির্বাসন পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। তবে তারা পাকিস্তান সরকারের কাছে এই বিষয়ে একাধিকবার ব্যাখ্যা চেয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তালেবান দূতাবাস এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, শুধু ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি নয়, বরং পুরো দেশ থেকে আফগান শরণার্থীদের বহিষ্কারের চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আফগান শরণার্থীদের নিয়ে একটি বহুস্তরীয় পরিকল্পনা অনুমোদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইউএনএইচসিআরের তথ্যমতে, পাকিস্তানে নিবন্ধিত ১৪ লাখ আফগান শরণার্থী রয়েছে, যাদের ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া, ৯ লাখ নিবন্ধিত অর্থনৈতিক অভিবাসী এবং প্রায় ৪০ হাজার মানুষ বিভিন্ন দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। তবে অনেক আফগান শরণার্থী অবৈধভাবে পাকিস্তানে বসবাস করছেন, বা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
ইউএনএইচসিআর নিশ্চিত করেছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তান সরকার সমস্ত অবৈধ আফগান শরণার্থীকে বহিষ্কার করার পরিকল্পনা করছে। তালেবান প্রশাসন পাকিস্তানের একতরফা সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চেয়েছে।