ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

চার দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

চার দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু

 

চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রটির ১ নম্বর ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক।  

বিদ্যুৎকেন্দ্রটির ১ নম্বর ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট হলেও বর্তমানে এটি থেকে প্রতিদিন প্রায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।  

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের ২৭৫ মেগাওয়াট। তবে ২ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।  

সচল থাকা ১ ও ৩ নম্বর ইউনিট থেকে প্রতিদিন গড়ে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর ২০ ফেব্রুয়ারি ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দেওয়ায় সেটিও বন্ধ করা হয়, ফলে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।  

চার দিন বন্ধ থাকার পর মেরামত শেষে শনিবার দুপুর ১২টায় ১ নম্বর ইউনিটের বয়লারে ফায়ারিং করা হয় এবং বিকেল সাড়ে ৫টায় পুনরায় উৎপাদন শুরু হয়। তবে ৩ নম্বর ইউনিটের মেরামত কাজ এখনো চলমান। দ্রুত সেটিও চালু করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী আবু বকর সিদ্দিক।