ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ১৮ শতাংশ বৃদ্ধি, আয় ৪৭ বিলিয়ন ডলার  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ১৮ শতাংশ বৃদ্ধি, আয় ৪৭ বিলিয়ন ডলার  

 

২০২৪ সালের ২০ মার্চ থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে ইরান তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করে ৪৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।  

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফরৌদ আসগারি শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের আবাদান সফরে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১০ মাসে (২০ মার্চ ২০২৪ থেকে শুরু) ইরানের তেল-বহির্ভূত পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।  

তিনি আরও জানান, ২০২৪ সালের এই সময়ের মধ্যে ইরানের তেল-বহির্ভূত রপ্তানির মূল্য ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।  

বিশ্লেষকদের মতে, ইরানের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে তেল-বহির্ভূত খাতের এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে **বিশ্ববাজারে ইরানি শিল্প ও কৃষিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে এই রপ্তানি আয় বেড়েছে।  

এই বৃদ্ধির ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করতে ইরানকে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।