ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

*২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বন্ধন সিলবদ্ধ করলাম’- মেহজাবীন চৌধুরী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

*২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বন্ধন সিলবদ্ধ করলাম’- মেহজাবীন চৌধুরী

*২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বন্ধন সিলবদ্ধ করলাম’- মেহজাবীন চৌধুরী

প্রেম ও বিয়ে নিয়ে সেভাবে কখনও প্রকাশ্যে কথা বলেননি জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিন্তু সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, নির্মাতা আদনান আল রাজীবকে তিনি তার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করছেন। গতকাল রবিবার মধুমতি মডেল টাউনে অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। আজ সোমবার একই স্থানে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

শুরুতে গোপন রেখে, অবশেষে মেহজাবীন তার বিয়ের অনুভূতি শেয়ার করেছেন। ফেসবুকে একটি পোষ্টে তিনি তাদের পরিচয়ের শুরুটা বর্ণনা করেছেন, যেখানে তিনি জানান, প্রথমবার আদনানকে দেখা হয়েছিল শুটিং হাউসের ছাদে, এবং তিনি বুঝে গিয়েছিলেন যে তিনি সত্যিই প্রেমে পড়েছেন। মেহজাবীন লিখেছেন, ‘‘আজ থেকে ১৩ বছর আগে সে মুহূর্ত থেকেই আমরা একসঙ্গে আছি। আমাদের বন্ধুত্ব এখন সাত বছর পেরিয়ে দ্বিগুণ হয়েছে। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমরা আমাদের সম্পর্ককে চিরকালীন করে ফেলেছি।’’ 

তিনি আরও লিখেছেন, ‘‘আমরা একসঙ্গে সাফল্য ও ব্যর্থতা ভাগাভাগি করেছি এবং আজ সারাজীবন একসাথে থাকার শপথ নিয়েছি।’’ 

মেহজাবীন তার নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়ে বলেন, ‘‘আমাদের নতুন এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও প্রার্থনা চাই যেন আমরা সুখে একসাথে জীবন কাটাতে পারি।’’

এদিকে, গায়ে হলুদের অনুষ্ঠানে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন শোবিজের অনেক তারকা, যাদের মধ্যে রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম প্রমুখ।