এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটের সদস্যপদ দেওয়া হয়, তবে তিনি প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করতে প্রস্তুত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) কিয়েভে অনুষ্ঠিত ‘ইউক্রেন, দ্য ইয়ার ২০২৫’ ফোরামে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি তার এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, ‘‘যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হয় এবং আমার পদত্যাগের প্রয়োজন হয়, তবে আমি প্রস্তুত। আমি এটি ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে করতে পারি।’’
জেলেনস্কি আরও জানান, প্রয়োজনে তিনি অবিলম্বে পদত্যাগে রাজি আছেন। কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসান ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি যেকোনো চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেয়ার আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো এখনও এই বিষয়ে দ্বিধায় রয়েছে।
এদিকে, গত সপ্তাহে সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের আলোচনার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। তিনি দাবি করেন, রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনে নির্বাচন না হওয়ায় জেলেনস্কি একজন ‘‘স্বৈরশাসক’’ হয়ে উঠেছেন। যদিও সামরিক আইন চলাকালীন ইউক্রেনে নির্বাচন নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ট্রাম্প তাকে স্বৈরশাসক হিসেবে বর্ণনা করলেও তিনি এতে ক্ষুব্ধ নন, কারণ একজন সত্যিকারের কর্তৃত্ববাদীই এই ধরনের মন্তব্যে আপত্তি জানাবে, বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।