এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
ইউএসএআইডির সকল কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রায় সকল কর্মীকে ছাঁটাই বা ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এই সিদ্ধান্ত সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানানো হয়।
ইউএসএআইডি তাদের ওয়েবসাইটে এক নোটিশে জানায়, শুধুমাত্র জরুরি বা নেতৃত্বদানকারী কর্মীরা তাদের কাজ চালিয়ে যাবেন, বাকি সকল কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর হবে। এছাড়া, প্রায় এক হাজার ৬০০ মার্কিন কর্মীকেও ছাঁটাই করা হবে।
আল জাজিরা জানায়, ২৩ ফেব্রুয়ারি কর্মীদের মেইল পাঠিয়ে এই সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয়েছে। মেইলে তাদের সুবিধা ও অধিকার সম্পর্কে তথ্যও উল্লেখ করা হয়েছে। জরুরি বা নেতৃত্বদানকারী কর্মীরা যারা কাজ চালিয়ে যাবেন, তাদেরও মেইলের মাধ্যমে জানানো হবে বলে ইউএসএআইডি জানিয়েছে।
ইউএসএআইডির এই কাটছাঁটের তদারকি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)।
চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক ইউএসএআইডির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি ইউএসএআইডিকে একটি ‘‘সন্ত্রাসী সংগঠন’’ হিসেবে আখ্যায়িত করেন এবং অভিযোগ করেন, সংস্থাটি মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। একইসাথে, মাস্ক দাবি করেন ইউএসএআইডি প্রোপাগান্ডা প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। এরপর থেকেই ইউএসএআইডির কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়।