ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

এনএসইউতে বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় আলোচনা সভা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

এনএসইউতে বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় আলোচনা সভা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।  

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এনএসইউ’র রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন স্বাগত বক্তব্যে বলেন, “ভাষা আত্মার জানালা। নিজের ভাষা ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।”  

প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান তাঁর বক্তব্যে বলেন, “ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বর্তমানের প্রেক্ষাপটে অতীতকে দেখা। বর্তমানের প্রেক্ষাপট বদলে গেলে ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়।” শহীদুল ইসলাম বাংলা ভাষার প্রয়োগের ওপর জোর দিয়ে বলেন, “শুধু আবেগ নয়, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আমাদের আরও উদ্যোগী হতে হবে।”  

অনলাইনে যুক্ত হয়ে এনএসইউ’র উপাচার্য আবদুল হান্নান চৌধুরী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের আত্মত্যাগের ফলেই আমরা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি।” সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, “একুশের চেতনা হলো মাতৃভাষাকে উজ্জীবিত করা এবং বাংলায় গবেষণা ও শিক্ষাকে এগিয়ে নেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের আরও প্রচেষ্টা চালাতে হবে।”  

অনুষ্ঠানের শেষে এনএসইউ সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এবং এনএসইউ সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের সদস্যরা একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এই আয়োজনের মাধ্যমে বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদা রক্ষার প্রেরণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।  

এনএসইউ প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। এবারের অনুষ্ঠানও বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।