ঢাকা, সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Logo
logo

প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ পিএম

প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি 

 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলাটি করেন ‘পাপ’ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন।  

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিখিত চুক্তির মাধ্যমে সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে ৬০ লাখ টাকা দেন মুন। শর্ত অনুযায়ী, মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করা এবং বিনিয়োগকৃত টাকা ফেরত দেওয়ার কথা ছিল।  

কিন্তু আজিজ চুক্তি ভঙ্গ করেন এবং টাকা ফেরত দেননি। একাধিক আইনি নোটিশ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি। উল্টো ২০২৩ সালের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।  

এ ঘটনায় অভিনেত্রী জাকিয়া কামাল মুন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।  

আদালতের নির্দেশের পর, আইনশৃঙ্খলা বাহিনী আবদুল আজিজকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।