ঢাকা, সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Logo
logo

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার ভাঙনের পথে?  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ পিএম

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার ভাঙনের পথে?  

 

দীর্ঘ ৩৭ বছর একসঙ্গে কাটিয়েছেন বলিউড তারকা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। কিন্তু এই সুখী দাম্পত্যে কি এবার ফাটল ধরল? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনীতা জানান, তারা এখন একসঙ্গে থাকছেন না। দুই সন্তানকে নিয়ে আলাদা বাসায় থাকছেন তিনি, আর গোবিন্দ একাই রয়েছেন তাদের উল্টোদিকের বাংলোয়।  

এরপর থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বলিউডে ‘আদর্শ দম্পতি’ হিসেবে পরিচিত এই জুটির বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়ার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, গোবিন্দের অর্ধেক বয়সী এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই তাদের সংসারে ভাঙন ধরেছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।  

সুনীতা অবশ্য আগেই এ ধরনের শঙ্কার কথা বলেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, **"আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত মনে হতো, কিন্তু এখন আর করি না। গোবিন্দ এখন ৬০-এর বেশি বয়সী, জানি না কখন কী করবে!"**  

তিনি আরও জানান, আগে সিনেমার ব্যস্ততার কারণে স্বামীর পরকীয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু এখন যেহেতু তিনি অনেকটাই কর্মহীন, তাই ভয় লাগে, তিনি কোনো সমস্যায় না জড়ান!  

তবে এই গুঞ্জন সত্যি নাকি শুধুই গুজব, তা এখনো স্পষ্ট নয়। ভক্তরা আশা করছেন, দীর্ঘ ৩৭ বছরের এই সম্পর্ক ভাঙনের পথে না গিয়ে নতুন করে শক্ত হবে।