এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৫, ০৯:০৩ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থাকেন তিনি, তবে এবার স্যোশাল মিডিয়ায় একটি রহস্যময় ছবি পোস্ট করে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন। ছবিতে এক যুবকের বুকে মাথা রেখে দেখা গেছে পরীমণিকে। যদিও সেই ব্যক্তির মুখ প্রকাশ করেননি তিনি, তবে নেটিজেনরা ইঙ্গিত দিচ্ছেন গায়ক শেখ সাদীর দিকেই।
মঙ্গলবার রাতে ফেসবুকে ছবিটি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে...।’ তার এই আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, আর শুরু হয় নানা আলোচনা।
যদিও ছবিতে পুরুষটির মুখ দেখা যায়নি, তবে একটি বিশেষ চিহ্ন খুঁজে পেয়েছে অনুসন্ধানী নেটিজেনরা—তার হাতে থাকা ঘড়ি! এই ঘড়িটি হুবহু মিলে গেছে জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদীর ব্যবহৃত ঘড়ির সঙ্গে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে কি পরীমণির নতুন সঙ্গী শেখ সাদী?
গত কয়েক সপ্তাহ ধরেই বিনোদন অঙ্গনে এই দুই তারকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনে ঘি ঢালল পরীমণির রহস্যময় পোস্ট। বুধবার রাত থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও পেজে ছবিটি নিয়ে চলছে নানা মুনির নানা মত। কেউ বলছেন, ‘শেখ সাদীকে আর লুকিয়ে রাখতে পারলেন না পরীমণি!’, আবার কেউ প্রশ্ন তুলেছেন তাদের সম্পর্কের সত্যতা নিয়ে।
যদিও পরীমণি ছবিটি কিছুক্ষণ পরই ফেসবুক থেকে মুছে ফেলেন, তবে ততক্ষণে তা ছড়িয়ে পড়েছে সবখানে। পরে তিনি একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!’ তার এই পোস্ট যেন রহস্য আরও বাড়িয়ে দিয়েছে!
পরীমণি বা শেখ সাদী এখনও সরাসরি এই বিষয়ে কিছু বলেননি। তবে তাদের সোশ্যাল মিডিয়ায় একে অপরের পোস্ট শেয়ার করার প্রবণতা দেখে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।