ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

মুশফিকের অবসরে স্ত্রীর আবেগঘন বার্তা, সমালোচকদের দিলেন জবাব!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম

মুশফিকের অবসরে স্ত্রীর আবেগঘন বার্তা, সমালোচকদের দিলেন জবাব!

 

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সমাপ্তি টানলেন মুশফিকুর রহিম। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে তার বিদায় নিয়ে যতটা না আলোচনা, তার চেয়েও বেশি চর্চায় তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির আবেগঘন ফেসবুক পোস্ট।

মুশফিকের অবসরের পর স্ত্রী মন্ডির স্ট্যাটাস বেশ আলোড়ন তুলেছে। একদিকে যেমন তিনি স্বামীর পরিশ্রম, ত্যাগ আর অর্জনের প্রশংসা করেছেন, অন্যদিকে সমালোচকদেরও দিয়েছেন কড়া জবাব।

মুশফিক অবসরের ঘোষণা দেওয়ার পরপরই স্ত্রীর পোস্ট আসে, যেখানে তিনি লেখেন— “ওয়ানডে থেকে অবসরের জন্য গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! তোমার ক্যারিয়ার অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ! তোমাকে দেখেছি ভাঙা পাঁজর নিয়ে খেলতে, ব্যথানাশক ওষুধ খেয়ে মাঠে নামতে, কিন্তু কখনো নিজের জন্য নয়— সবসময় দেশ ও দলের জন্য খেলেছো।”

তিনি আরও যোগ করেন— “ওযু ছাড়া ব্যাট বা বল স্পর্শ করতে না চাওয়া, খেলাকে ইবাদতের মতো গুরুত্ব দেওয়া— এমন একজন সৎ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। আমাদের সন্তান শাহরোজ তোমার গুণগুলো পাবে, এটাই আমার চাওয়া।”

তবে শুধু প্রশংসায় থেমে থাকেননি তিনি, সমালোচকদেরও উদ্দেশ্য করে বলেন— “কারও বিরুদ্ধে এতটা নেতিবাচক হবেন না যে, সে আপনাদের জন্য দোয়ার আসরে বসে কাঁদতে বাধ্য হয়। আমরাও মানুষ।”

মুশফিকের অবসরের ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য এক আবেগঘন মুহূর্ত। তবে তার বিদায়ের চেয়ে, তার স্ত্রীর এই স্ট্যাটাসই যেন আরও বেশি আলোচনায়!