ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল!

 

টানা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফিফা র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা গেল ভিন্ন চিত্র— এক ধাপ অবনমনে পিছিয়ে গেছে সাবিনা-কৃষ্ণারা।

গতবার ১৩২ নম্বরে উঠে আসা বাংলাদেশ এবার নেমে গেছে ১৩৩ নম্বরে। মূলত সাম্প্রতিক পারফরম্যান্সই এর পেছনে বড় কারণ। দলীয় কোন্দল, অভিজ্ঞ ফুটবলারদের বিদ্রোহ, আরব আমিরাত সফরে পরাজয়— সব মিলিয়ে র‌্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

সাফের পর ১৮ জন সিনিয়র ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানান। এই সংকটের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সফরে নামে বাংলাদেশ। ফিফা উইন্ডোর অন্তর্ভুক্ত একটি ম্যাচ খেললেও অন্যটি ছিল নিয়মের বাইরে। তবে দুই ম্যাচেই ৩-১ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পায় দলটি।

ফিফা র‌্যাংকিংয়ে প্রতিটি ম্যাচের ফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেই অনুযায়ী, আরব আমিরাতে দুর্বল পারফরম্যান্সের কারণে র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে। ২৫ আগস্ট ২০২৩ সালের পর এই প্রথম বাংলাদেশের নারী ফুটবল দল র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল।

ফুটবলারদের বিদ্রোহ, কোচিং সংকট এবং সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। নারী ফুটবল দল আবার ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়!