ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে। খালিস্তানি স্বাধীনতাকামী গোষ্ঠী তার ওপর এই হামলা চালানোর চেষ্টা করেছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার, লন্ডনে চ্যাথাম হাউস থিংক ট্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে। জয়শঙ্করের গাড়ি লক্ষ্য করে খালিস্তানিরা ক্ষোভ প্রকাশ করে ভারতীয় জাতীয় পতাকাটি ছিঁড়ে ফেলে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জয়শঙ্করের গাড়ির দিকে দৌড়ে গিয়ে ভারতীয় জাতীয় পতাকাটি ছিঁড়ে ফেলছে। ঘটনাস্থলে লন্ডনের পুলিশ উপস্থিত ছিল, তবে হামলাকারীকে সরানোর জন্য তাদের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া দেখা যায়নি। একই সময়, কিছু খালিস্তানি সমর্থক হলুদ পতাকা হাতে বিক্ষোভও করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে বেশ কিছু বছর ধরেই স্বাধীনতাকামী খালিস্তানি গোষ্ঠীর সদস্যরা বসবাস করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। এর আগে, লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা এবং কানাডায় ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানি বিক্ষোভের ঘটনা ঘটেছিল।

এই হামলার চেষ্টা ভারতের জন্য একটি বড় সংকেত, কারণ আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নিয়ে খালিস্তানি গোষ্ঠী বরাবরই আপত্তি জানিয়ে আসছে।