ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের ৫২৫ কোটি টাকা বরাদ্দ, রোববার থেকে কার্যক্রম শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের ৫২৫ কোটি টাকা বরাদ্দ, রোববার থেকে কার্যক্রম শুরু

 

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের পাওনা পরিশোধ শুরু হচ্ছে আগামী ৯ মার্চ থেকে। এ লক্ষ্যে সরকার ৫২৫.৪৬ কোটি টাকার চেক হস্তান্তর করেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।

সরকারের এই উদ্যোগ শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা পরিশোধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের প্রচেষ্টায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সহযোগিতায় এই অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির ৮ম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার দ্রুততম সময়ে ৫২৫.৪৬ কোটি টাকা বরাদ্দ দেয়, যা পর্যায়ক্রমে শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে।

শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন করছিলেন। এই অর্থ ছাড়ের ফলে তাদের আর্থিক দুর্দশা কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ শ্রমিকদের স্বার্থরক্ষায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।