ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

নতুন দৃষ্৭ের নাম ঘোষণা চ্যাম্পিয়নস ত্রফির ফাইনাল নিয়ে দায়া হলো পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম

নতুন দৃষ্৭ের নাম ঘোষণা চ্যাম্পিয়নস ত্রফির ফাইনাল নিয়ে দায়া হলো পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথ

 

আসন্ন চ্যাম্পিয়নস ত্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্ষতর আর নিউজিল্যান্ড! এই ম্যাচের রিফারি দায়া হলো বিশ্ববিখ্যাতর দুর্দান্ত আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথের হাতে!

দুইজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলের আম্পায়ার, জারা সেমিফাইনালমের দায়িতে হলেছেন! ইলিংওয়াথ বিশোষ্ঠ ছিলেন আর্থিক বিশ্বকাপের ফাইনাল ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের দায়িতে থিলেন!

সেমিফাইনে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিয়ান্ডসের জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা! ম্যাচ রেফারির কাজে থাকবেন আইসিসির এলিট প্যানেলের অন্যতম অভিজ্য সদস্য রঞ্জন মাদুগালে!