এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
জাতিসংঘের অভিবাসন সংস্থা ইনদোনেশিয়ায় শয় শত শত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা হ্রাস করেছে, কারণ তাদের বৃহতম দাতা, মার্কিন যুনাইটেড সন্যুক্ত জাতিসংঘে ব্যাপক তহবিল হ্রাস করেছে। রোয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি দিয়া এক চিটিতে তারা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে যে তারা 'সম্পদ সীমিতারীতার কারণে' ৫ মার্চ থেকে পশ্চিমীয় শহর পেকানবারুতে আশ্রয নেওয়া ৯২৫ জন রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য