এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, গাজা উপত্যকায় আটক ইসরায়েলি বন্দিদের অবিলম্বে মুক্তি না দিলে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার হোয়াইট হাউসে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করার পর, এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
ট্রাম্পের এই ‘লাস্ট ওয়ার্নিং’-এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, এ ধরনের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে উৎসাহিত করছে এবং গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া রয়টার্সকে বলেন, "ইসরায়েলি বন্দিদের মুক্তির একমাত্র পথ হলো যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করা এবং এর শর্ত মেনে চলা। কিন্তু যুক্তরাষ্ট্রের হুমকি ইসরায়েলের আগ্রাসনকে আরও উৎসাহিত করছে।"
এর আগে, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন, "এটাই শেষ সতর্কবার্তা! তোমাদের এখনও সুযোগ আছে গাজা ছাড়ার। গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি জিম্মিদের আটক রাখো, তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে!"
উল্লেখ্য, ১৯ জানুয়ারি গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। তবে দ্বিতীয় ধাপে বন্দিদের মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও, ইসরায়েল এতে সম্মতি দেয়নি এবং ত্রাণ সহায়তা পৌঁছানোর পথ বন্ধ রেখেছে।
হামাস দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। তাদের মতে, বন্দি বিনিময়ের বিনিময়ে ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে গাজা থেকে প্রত্যাহার করতে হবে। তবে নেতানিয়াহু সরকার শুধুমাত্র বন্দিদের মুক্তির সময়সীমা বাড়ানোর পক্ষে, স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি।