ঢাকা, সোমবার, মার্চ ৩১, ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Logo
logo

২০২৬ বিশ্বকাপের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করলেন ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

২০২৬ বিশ্বকাপের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করলেন ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সফল করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে কানাডা ও মেক্সিকো।

শুক্রবার (৭ মার্চ) গঠিত এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন স্বয়ং ট্রাম্প। মূলত বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা, লজিস্টিকস ও অন্যান্য সরকারি ব্যবস্থাপনার সমন্বয় করতেই এটি গঠন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে আয়োজক দেশগুলোতে লাখো ফুটবলপ্রেমীর আগমন প্রত্যাশা করা হচ্ছে, যা বৈশ্বিক পর্যটন ও অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে।

তবে বিশ্বকাপ আয়োজন নিয়ে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। ট্রাম্পের বাণিজ্যনীতি ও শুল্ক আরোপ নিয়ে ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। যদিও ট্রাম্প এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। ফিফার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "এই উত্তেজনাই বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে। আমি নিজেও বেশ কিছু ম্যাচ উপভোগ করতে চাই!"

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টাস্কফোর্সের মূল লক্ষ্য হবে ফুটবলপ্রেমীদের জন্য নিরাপদ ও উপভোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করা। ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৭৮টি হবে যুক্তরাষ্ট্রে, আর কানাডা ও মেক্সিকো আয়োজন করবে ১৩টি করে ম্যাচ।

বিশ্বকাপের পর্দা উঠবে ২০২৬ সালের ১১ জুন, প্রতিদিন হতে পারে সর্বোচ্চ ছয়টি ম্যাচ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে।