এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫, ০৮:০৩ পিএম
বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের নতুন পদ্ধতি চালু করেছে যুক্তরাষ্ট্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব শিক্ষার্থী বা ব্যক্তি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন, তাদের ভিসা বাতিল করা হবে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে একজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যাকে হামাসের কোনো কার্যক্রমে অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ একসঙ্গে কাজ করছে এই বিষয়ে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, "সন্ত্রাসবাদী সমর্থকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি জিরো টলারেন্স। আইন ভঙ্গকারী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে।"
এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণ হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশ। জানুয়ারিতে তিনি অ্যান্টিসেমিটিজম মোকাবিলার অঙ্গীকার করেন এবং বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ নিয়েছেন, তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।
নতুন এই নিয়মে যুক্তরাষ্ট্রে থাকা হাজারো শিক্ষার্থী ও অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।