এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫, ০৮:০৩ পিএম
মার্কিন নীতির বিরুদ্ধে ভারসাম্য আনতে ভারতকে পাশে চায় চীন! চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি এক ভাষণে ভারত ও চীনের ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আধিপত্যবাদ ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে এই দুই শক্তিশালী দেশের একসঙ্গে কাজ করা উচিত। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওয়াং ই বলেন, ভারত ও চীন যদি একত্রিত হয়, তাহলে ‘গ্লোবাল সাউথ’-এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্য আনতে পারে। তিনি আরও বলেন, ভারত ও চীন নিজেদের অতীত জটিলতা কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং আলোচনার মাধ্যমে সম্পর্কোন্নয়নের পথে এগোচ্ছে।
চীনের এ আহ্বানের পেছনে যুক্তরাষ্ট্রের কড়া নীতিই মূল কারণ বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করেছেন। চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চীন ভারতকে পাশে চায় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ওয়াং ই তার ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেছেন এবং উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যকার সীমান্ত সমস্যা আগের তুলনায় কমে এসেছে। পাশাপাশি, গত বছর রাশিয়ায় মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
তবে চীনের এই আহ্বানের পর ভারত কী পদক্ষেপ নেবে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।